ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

মেলায় বিমানের নিজস্ব স্টাইল!

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
মেলায় বিমানের নিজস্ব স্টাইল! ছবি: শাকিল আহমেদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাক: লন্ডন যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের খোঁজ নিতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলমান আন্তর্জাতিক পর্যটন মেলায় আসেন ব্যবসায়ী রাশেদ হাসান।

শনিবার (০৯ এপ্রিল)  তিনি যান বিমান বাংলাদেশ এয়ালাইন্সের স্টলে।

এ স্টলের সামনের প্রথম ডেস্কে থাকা দায়িত্বরত ব্যক্তির কাছে টিকিটের মূল্য সম্পর্কে জানতে চান রাশেদ। সেখানে কোনো তথ্য না দিয়ে আঙ্গুল দিয়ে টেবিলের শেষ মাথার ডেস্ক থেকে জেনে নিতে বলেন ওই কর্মী।

এরপর রাশেদ পরের ডেস্কে যান। তখন এ ডেস্ক থেকে এক ব্যক্তি কলকাতা যাওয়ার দু’টি টিকিট সংগ্রহ করছিলেন। কলকাতার জন্য প্রতিটি টিকিট প্রক্রিয়া শেষ করতে প্রায় আধা ঘণ্টা সময় লেগেছে বলে জানান ওই ব্যক্তি।

এ ডেস্কে দায়িত্বরত সাইফুল আজম সরকারের কাছে রাশেদ জানতে চান, বাংলাদেশ-লন্ডন-বাংলাদেশের এয়ার টিকিটের মূল্য কত?


তখন তিনি রাশেদকে জানান, টিকিটের মূল্য এভাবে বলা যায় না। আগের মতো এখন আর নেই। আপাতত লন্ডনের কোনো টিকিট নেই। এর জন্য নির্দিষ্ট তারিখ বলতে হবে।

পরে রাশেদ আগামী ১৫ জুনের জন্য লন্ডনের টিকিটের মূল্য জানতে চাইলে তখন সাইফুল আজম বলেন,  পাসপোর্ট ও ভিসার তথ্য লাগবে। সেগুলো দেওয়ার পর টিকিটের মূল্য জানা যাবে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এসব বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে বলেন।

বিমান বাংলাদেশের স্টল থেকে কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে চলে যান রাশেদ।

এরপর রাশেদ বাংলানিউজকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টল থেকে প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যায়নি। তারা নিজেদের মধ্যে গল্প-গুজব করলেও যাত্রীদের হাতে মেলা চলাকালে ৯টি রুটের জন্য ২০ শতাংশ মূল্যছাড়ের কাগজ ধরিয়ে দেওয়া ছাড়া আর কোনো তথ্যই দিতে পারছেন না।

কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াংগুন, দুবাই, দামমাম, কুয়ালালামপুর ও কুয়েত রুটে মেলা চলাকালীন সময়ে ২০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬

টিএইচ/আরএম/এএসআর

**
পর্যটন মেলায় ইউএস-বাংলার ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।