ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

পর্যটন মেলায় ইউএস-বাংলার ছাড়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
পর্যটন মেলায় ইউএস-বাংলার ছাড় ছবি: শাকিল আহমেদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  আন্তর্জাতিক পর্যটন মেলায় সব ধরনের টিকিটে ১০ শতাংশ ছাড় দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া অভ্যন্তরীণ বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটের জন্য পুরো এপ্রিলজুড়ে টিকিটে দুই হাজার ৯৯৯ টাকায় চলছে বৈশাখি অফার।


শনিবার (০৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁও এ পর্যটন মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টলে গিয়ে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্সটির নির্বাহী কর্মকর্তা (মার্কেটিং অ্যান্ড সেলস) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মেলা চলাকালে সোমবার (১১ এপ্রিল) পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো দেশে গন্তব্যের টিকিট কিনলে যাত্রীরা এই সুযোগ পাবেন।


অন্যদিকে, কক্সবাজারে ওশান প্যারাডাইসের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের তিন দিন দুই রাতের একটি বিশেষ প্যাকেজ অফার চলছে। এ সময়ে দু’জনের এই প্যাকেজ মূল্য ২৫ হাজার টাকা বলে জানিয়েছেন রকিবুল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
টিএইচ/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।