ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

থাইল্যান্ড

ঐতিহ্যের সুতোয় বাঁধা বাংলাদেশ-থাইল্যান্ড

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ঐতিহ্যের সুতোয় বাঁধা বাংলাদেশ-থাইল্যান্ড

ব্যাংকক (থাইল্যান্ড) থেকে: ভিন্ন ভাষার দেশ হলেও থাইল্যান্ডের খাদ্যসহ সংস্কৃতির সঙ্গে অপূর্ব মিল রয়েছে বাংলাদেশের। আরো একটু খুঁজলে ভাষাসহ ঐতিহ্যের মিলও পাওয়া যাবে দু’দেশের মধ্যে।

দেশ দু’টির পোশাকের ঐতিহ্যও যেন একই সুতোয় বাঁধা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০১৬-তে প্রদর্শিত ফ্যাশন শো’ যেন সে কথাই স্মরণ করিয়ে দিলো।

র‌্যাম্পে হাঁটা  থাই মডেলদের পরা সিল্কের পোশাকগুলো শুরুতেই ‘মেড ইন বাংলাদেশ’ ভেবে ভুল হয়েছিল। এর আগে র‌্যাম্পে হাঁটা বাংলাদেশি মডেলদের বাংলাদেশি মসলিন ও সিল্কের পোশাক দেখে বোধ করি এমন ভুল হয়েছিল  উপস্থিত থাইদেরও।

তবে সময় পার হতেই জানা গেল, থাই সিল্ক দিয়ে তৈরি পোশাকগুলোর আসল পরিচয়। উঠে এলো দুই জাতির পোশাক ইতিহাসের নানা কথা।

বিবর্ণ জমিনে ধুসর আকাশের মতো সাদা ঢাকাই মসলিন আর জামদানির সৌন্দর্য দেখেছে থাইল্যান্ড। যার খ্যাতি এখনো দেশে দেশে। মৃত্যুপথযাত্রী খাদির পোশাককেও মেলে ধরা হয় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ফ্যাশন শো’তে।

বাংলাদেশ এক্সপোতে বাংলার অন্যতম প্রধান রফতানি পণ্যগুলোর সম্ভাবনার কথা জানানো হয়।

সেসব ঐতিহ্যকে কাজে লাগাতে একই কথা জানিয়েছে থাইল্যান্ডও। ঐতিহ্য পুনরুদ্ধারসহ তা বিস্তৃত করতে পোশাক খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার খুলতে প্রতিশ্রুতিবদ্ধও হয় দু’দেশ।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৬
জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ