ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

থাইল্যান্ড

থাই বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য বাংলাদেশ  

জেসমিন পাপড়ি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
থাই বিনিয়োগকারীদের অন্যতম গন্তব্য বাংলাদেশ   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাংকক থেকে: ২০১৪ সালে বাংলাদেশে ৯০ কোটি টাকার (৯শ’ মিলিয়ন মার্কিন ডলার) পণ্য রফতানি করে থাইল্যান্ড। এর বিপরীতে মাত্র ২০-৫০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে বাংলাদেশ।

এই বিরাট বাণিজ্য ঘাটতি কমাতে সম্মত হয়েছে দু’দেশ।  

সোমবার(৩০ মে) থাইল্যান্ডের রাজধানী কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপর্ন।  

বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সুবিধাসহ বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

থাই মন্ত্রী বলেন, আমরা থাই বিনিয়োগকারীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করছি। এক্ষেত্রে বাংলাদেশ আমাদের অন্যতম একটি গন্তব্য।  

বৈঠকে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে থাই পণ্যের বিরাট বাজার রয়েছে। আমরাও এদেশে বাংলাদেশি পণ্য জনপ্রিয় করতে চাই।

এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিতে সম্মত হন থাই বাণিজ্য মন্ত্রী।  

থাইল্যান্ডে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০১৬’ উদ্বোধনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ৩০, ২০১৬
জেপি/পিসি

**৪৪ বছরে প্রথম!
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ