ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে ফ্রেন্ডস ক্লাবের আত্মপ্রকাশ

সেলিম আলম, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
স্পেনে ফ্রেন্ডস ক্লাবের আত্মপ্রকাশ

স্পেন: প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফ্রেন্ডস ক্লাব নামে একটি সংগঠন স্পেনের মাদ্রিদে আত্মপ্রকাশ করেছে। রোববার (৩০ আগস্ট) লেখন নিজাম মুন্সির উদ্যোগে সংগঠনের প্রথম সাধারণ সভা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি মাহফুজুল হক শোভনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হক নুরু।

বক্তব্য রাখেন মোখলেসুর রহমান, আমান উল্লাহ বাদল, মোহাম্মদ শাহিন, মাসুদুর রহমান নাসিম, রশিদ আল-মামুন, মিয়া মোহাম্মদ ওয়াজেদ প্রমুখ।

বক্তারা বলেন, অসম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে তুলে ধরবে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ