ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

স্পেন: স্পেনে বাংলাদেশের সব জেলার প্রায় চার শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) মাদ্রিদের রেতুরিও পার্কে মৌলভিবাজার অ্যাসোসিয়েশন ইন স্পেন’র উদ্যেগে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।



দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক নুরুল ওয়াহিদ ও বকুল খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. শাখাওয়াত হোসেন, এস আশফাকুল ইসলাম, আল মামুন, আব্দুল কাইউম পঙ্কি, মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, রমিজ উদ্দিন, নাজমুল ইসলাম নাজু, খায়রুজ্জামান জামান, সঞ্জু মিয়া, শিপার আহমেদ, ইসলাম উদ্দিন, আকরামুল হক, ইফতেখার আলম, কাওসার আহমেদ, ফজির আলি নাদিম, আকাশ ফাহমিদ।

এছাড়া উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল কাইম সেলিম, ফয়জুর রহমান বড় ভাই, আব্দুল কাইউম মাসুক, সাইফুল ইসলাম, সোহেল আহমেদ সামছ, লুতফুর রহমান, আবু জাফর রাসেল, হুমাউন কবির রিগ্যান, লুতফুর রহমান ইদ্রিস, আইয়ুব আলী, মাহবুবুর রহমান, সুমন হাওলাদারসহ অনেকে।

এতে কমিউনিটি লিডার, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক কর্মী ছাড়াও বিভিন্ন শহর অসংখ্য প্রবাসী এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সমাগত অতিথিরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পূনর্মিলনীতে শাওন আহমেদের পরিচালনায় সুরমা শিল্পী গোষ্ঠীর সঙ্গীতশিল্পী সোহেলের পরিবেশিত গান সবাই উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ