ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

২২ বছর বয়সী নারী রেসলার ও নেটফ্লিক্স তারকার মৃত্যু  

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২৩, ২০২০
২২ বছর বয়সী নারী রেসলার ও নেটফ্লিক্স তারকার মৃত্যু   হানা কিমুরা

হানা কিমুরা নামে ২২ বছর বয়সী জাপানের এক পেশাদার নারী রেসলার এবং নেটফ্লিক্স তারকা মারা গেছেন। তিনি নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজ ‘টেরেস হাউস’ রিয়ালিটি শো’র তারকা ছিলেন। 

কিমুরার সংগঠন স্টারডম রেসলিং খবরটি নিশ্চিত করেছে। অবশ্য কি কারণে এই তারকার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।

 

নিজেদের অফিসিয়াল টুইটারে খবরটি নিশ্চিত করার পাশাপাশি সমর্থকদের কিমুরার প্রতি সশ্রদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৩ মে) ‘উই আর স্টারডম’ এক টুইটে জানায়, ‘দয়া করে শ্রদ্ধাশীল থাকুন এবং তার পরিবার ও বন্ধুদের আপনার প্রার্থনায় রাখুন। ’ 

মৃত্যুর আগে, তিনি সাইবার-উৎপীড়নের শিকার হওয়ার ধারাবাহিক ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

শুক্রবার (২২ মে) ইন্সটাগ্রামে নিজের বিড়ালের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কিমুরা। আর ক্যাপশনে লেখেন, ‘বিদায়। ’ এটিই ইন্সটাতে তার সর্বশেষ আপডেট।  

এই জাপানি রেসলার ২০১৯ সালে স্টারডমের ফাইটিং স্পিরিট পুরস্কার জিতেন। করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়ার আগে জাপানিজ রিয়ালিটি শো টেরেস হাউসের একজন তারকা ছিলেন। সেই শো ছিল তিনজন নারী ও তিনজন ‍পুরুষ নিয়ে, যারা সাময়িকভাবে একটা ঘরে একসঙ্গে বসবাস করে।

কিমুরার মা কিয়োকো কিমুরাও একজন প্রসিদ্ধ রেসলার ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ