ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

করোনা কেড়ে নিল ব্রিটিশ বক্সারের বাবাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা কেড়ে নিল ব্রিটিশ বক্সারের বাবাকে ব্রিটিশ বক্সার অ্যান্টনি ইয়ার্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পেশাদার ব্রিটিশ বক্সার অ্যান্টনি ইয়ার্ডের পিতা। 

রোববার (২৯ মার্চ) নিজের ইন্সটাগ্রামে বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেন ২৮ বছর বয়সী ইয়ার্ড। সেই সঙ্গে তিনি লোকজনকে আহ্বান জানিয়েছেন, কোভিড-১৯ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ঝুঁকি না নিয়ে ঘরে থাকতে।

 

ইয়ার্ড জানান, কোনো প্রকার সাধারণ স্বাস্থ্য সমস্যা ছাড়াই তার পিতা মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, ‘আমি খুবই ব্যক্তিগত বিষয়ে চুপ থাকা লোক এবং সত্য বলতে আমি এখনও আঘাতটা কাটাতে পারিনি। তবে এটা লোকজনকে ঘরে থাকতে সাহায্য করবে। ’ 

ইয়ার্ড আরও বলেন, ‘গতকাল (২৮ মার্চ) আমার বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং তিনি কোনো ধরণের স্বাস্থ্যগত সমস্যা ছাড়াই সুস্থ ছিলেন। ’ 

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ