ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

ঘাম ঝরানো জয়ে সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ঘাম ঝরানো জয়ে সেমিতে ফেদেরার রজার ফেদেরার

আরেকবার বয়স ও যুক্তিকে হার মানিয়ে দুর্দান্ত এক লড়াই উপহার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। উত্তেজনায় ঠাঁসা কোয়ার্টার-ফাইনালে ৩৮ বছর বয়সী সুইস তারকা সাত ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে পরাজিত করেছেন যুক্তরাষ্ট্রের অবাছাই তারকা টেনিস স্যান্ডগ্রেনকে।

তিন ঘণ্টা ২৮ মিনিটের ম্যাচটিতে পাঁচ সেটই খেলতে হয়েছে ফেদেরারকে। প্রথম সেটে এগিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু এরপর দুই সেট জিতে নেন স্যান্ডগ্রেন। তবে চতুর্থ সেটে পুনরায় ফিরে আসেন ফেদেরার। এরপর টাইব্রেকারে জেতার পর পঞ্চম সেটটিতে জয়ের মুখ দেখেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ফেদেরার ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬ (১০-৮) ও ৬-৩ গেমে হারান স্যান্ডগ্রেনকে।

১৯৯১ সালের পর এই প্রথম মেলবোর্নে ১০০ নাম্বার র্যাংকিংয়ের কারও সেমিতে খেলার সুযোগ হয়েছিল। কিন্তু তৃতীয় বাছাই ফেদেরারের সামনে সেই স্বপ্ন বিসর্জন দেন স্যান্ডগ্রেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ