ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা নাওমি ওসাকা-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন বর্তমান ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সেমিফিাইনালে র‌্যাংকিংয়ের সাত নম্বরে থাকা চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে ২-১ সেটে হারিয়েছেন এই জাপানি তারকা।

মেলবোর্নের রড লেভার অ্যারিনা টেনিস কোর্টে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ম্যাচের প্রথম সেটে আধিপত্য দেখান ওসাকা। ৬-২ গেমে প্লিসকোভাকে হারিয়ে এগিয়ে যান তিনি।

দ্বিতীয় সেটে অবশ্য আধিপত্য ধরে রাখতে পারেন নি ওসাকা। ৬-৪ গেমে সেট জিতে নিয়ে ১-১ সেটে সমতায় ফেরে ক্যারোলিনা প্লিসকোভা।  

তৃতীয় সেটে তুমল লড়াই হয় ওসাকা ও প্লিসকোভার মাঝে। তবে এবার আর প্লিসকোভাকে সুযোগ দেননি র‌্যাংকিংয়ের চার নম্বরে থাকা ওসাকা। ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে টানা দ্বিতীয় গ্রান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন নাওমি ওসাকা।  

আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল রোস কলিন্সকে সরাসরি ৭-৬, ৬-০ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন চেক রিপাবলিকের আরেক টেনিস তারকা পেত্রা কেভিতোভা।  

আগামী রোববার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন নাওমি ওসাকা ও পেত্রা কেভিতোভা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ