ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জোকোভিচ-সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জোকোভিচ-সেরেনা জোকোভিচ ও সেরেনা

পঞ্চদশ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। একইদিনে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়ে কোয়ার্টারে পা রেখেছেন সেরানা উইলিয়ামস।

সোমবার (২১ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে অনাকাঙ্ক্ষিতভাবে ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে হারিয়ে দেন মেদভেদেভ।

তবে শেষ পর্যন্ত বাকি দুই সেট ৬-২, ৬-৩ গেমে জিতে শেষ আটে পা রেখেছেন সার্বিয়ান ‘জোকার’।

একইদিনে স্পেনের পাবলো কাররেইনা বুস্তাকে ৬-৭, ৪-৬, ৭-৬, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জাপানের কেই নিশিকোরি। শেষ আটে ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী নিশিকোরির প্রতিপক্ষ জোকোভিচ।

অন্যদিকে মেয়েদের এককে শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেরেনার প্রতিপক্ষ অষ্টাদশ বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শেষ আটে ওঠা চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ