ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত জয় পেয়ছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। কানাডার ডেনিস শাপোভালোভকে ৩-১ সেটে হারিয়েছেন ওয়ার্ল্ড র্যাংকিংয়ের শীর্ষে থাকা এই তারকা।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারিনা টেনিস কোর্টে প্রথম সেটে শাপোভালোভকে ৬-৩ গেমে হারান জোকোভিচ। দ্বিতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন তিনি।

তৃতীয় সেট জোকোভিচকে ৬-৪ গেমে হারিয়ে ম্যাচে ফেরার আভাস দেন  ১৯ বছর বয়সী শাপোভালোভ। তবে চতুর্থ সেটে প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

এদিকে নারী এককে তাইওয়ানের সু-উইকে ২-১ সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন বর্তমান ইউএস ওপেন টেনিসের চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। উইক্রেনের ইয়াসট্রিমস্কার বিপক্ষে সরাসরি সেটের জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসও।

বাংলাদেশ সময়: ১৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ