ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

দুবাই ওপেনে শারাপোভার নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
দুবাই ওপেনে শারাপোভার নাম প্রত্যাহার ছবি: সংগৃহীত

কাতার ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। আসন্ন দুবাই ওপেনে থাকছে হচ্ছে দর্শক হয়ে। ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মারিয়া শারাপোভা।

হাতের ইনজুরিতে ভুগছেন রাশিয়ান আইকন। বাধ্য হয়েই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

এই ইভেন্টে ২০০৬ সালের পর প্রথম উপস্থিতির অপেক্ষাটা দীর্ঘায়িত হলো।

এক বিবৃতিতে শারাপোভার নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার পর্দা উঠবে।

সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান শারাপোভার বর্তমান র‌্যাংকিং ৪১। গত বছরের এপ্রিলে দীর্ঘ ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে প্রত্যাবর্তন হয় পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ীর।

র‌্যাংকিংয়ের পিছিয়ে থাকায় ওয়াইল্ড কার্ড নিয়ে প্রতিযোগিতামূলক টেনিস খেলতে হচ্ছে ত্রিশ বছর বয়সী শারাপোভাকে। কিন্তু ফর্ম অার ফিটনেসটা বেশ ভোগাচ্ছে তাকে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ