ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল ছবি: সংগৃহীত

সরাসরি সেটের জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পা রাখলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৯ বছরের শিরোপা খরা ঘোঁচাতে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে গতবারের রানার্সআপকে। এই ইভেন্টে একবারই (২০০৯) ট্রফি উঁচিয়ে ধরেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

আর্জেন্টিনার লিওনার্দো মায়ারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ টেনিস আইকন। শেষ সেটটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়।

ছবি: সংগৃহীত

শেষ ষোলো বা চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে নাদালের প্রতিপক্ষ বসনিয়ার দামির ডিজামহুর। যিনি অস্ট্রেলিয়ার জন মিলিম্যানকে ৭-৫, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

এখনো দ্বিতীয় রাউন্ডে খেলতে নামেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ। ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নেন ব্রিটিশ সেনসেশন অ্যান্ডি মারে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ