ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

উড়ন্ত জয়ে জোকোভিচের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
উড়ন্ত জয়ে জোকোভিচের প্রত্যাবর্তন ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে নতুন উদ্যোমে প্রতিযোগিতামূলক টেনিস শুরু করলেন নোভাক জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটের জয় দিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান সুপারস্টার।

ক’দিন আগে অবশ্য প্রদর্শনী ম্যাচ খেলে নিজেকে ঝালিয়ে নেন ত্রিশ বছর বয়সী জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের সপ্তম শিরোপা মিশনের সূচনা হলো ভালোভাবেই।

গত বছরের জুলাইয়ে উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর থেকে প্রতিযোগিতামূলক ইভেন্টে এটির তার প্রথম উপস্থিতি।

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন ১২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী। দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ ফ্রান্সের গায়েল মনফিলস। যিনি স্প্যানিশ জাউমি মুনারকে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন।

ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। সরাসরি সেটের (৬-১, ৬-১, ৬-১) দাপুটে জয় পেয়েছেন রাফায়েল নাদাল। এখনো প্রথম রাউন্ডে নামেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ