ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ফাইনালে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ফাইনালে শারাপোভা নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম ফাইনালে শারাপোভাছবি:সংগৃহীত

স্বরূপে ফিরলেন মারিয়া শারাপোভা। ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথমবার কোনো টেনিস ওপেনের ফাইনাল নিশ্চিত করলেন এ রাশিয়ান। তিয়ানজিন ওপেনে পেং সুয়াইকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিলেন তিনি।

পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা এদিন সেমিফাইনালে সুয়াইকে হারাতে সময় নেন মাত্র ৭৮ মিনিট। যেখানে ৬-৩ ও ৬-১ সেটে জিতে নেন তিনি।

ফাইনালের মঞ্চে শারাপোভা লড়বেন আরায়ান সাবালেঙ্কার বিপক্ষে। সাবালেঙ্কা আরেক সেমিফাইনালে সারা ইরানিকে হারিয়ে ফাইনালে ওঠেন।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ