ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

রেকর্ড গড়ে সাংহাই মাস্টার্সের সেমিতে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
রেকর্ড গড়ে সাংহাই মাস্টার্সের সেমিতে নাদাল রেকর্ড গড়ে সাংহাই মাস্টার্সের সেমিতে নাদাল-ছবি:সংগৃহীত

ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন রাফায়েল নাদাল। এরই ধারাবাহিকতা বজায় রয়েছে চলমান সাংহাই মাস্টার্স ওপেনে। আসরটির কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন টেনিস পুরুষের শীর্ষ এ তারকা।

আর এ জয়ের ফলে ৮৭০ ম্যাচ জিতে কিংবদন্তি আন্দ্রে আগাসির সঙ্গে ওপেন যুগে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডে সপ্তমস্থানে যৌথভাবে জায়গা করে নিলেন নাদাল।

স্প্যানিশ তারকা শেষ চারে যাওয়ার লড়াইয়ে বুলগেরিয়ার দিমিত্রভকে ৬-৪, ৬-৭ (৬) ও ৬-৩ সেটে হারান।

এই আসরের আগেই চায়না ওপেন জিতেছিলেন নাদাল। আর সেখানে এই দিমিত্রভকে সেমিফাইনালে হারিয়েছিলেন নাদাল।

সাংহাই মাস্টার্সে নাদালের এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি। ২০০৯ আসরে ফাইনাল খেলেছিলেন তিনি। তবে এবার যেই ফর্মে রয়েছে তাতে হয়তো শিরোপার খুব কাছেই রয়েছে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। সেমিফাইনালে তিনি খেলবেন মারিন চিলিচের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ