ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

শিরোপার আরও কাছে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
শিরোপার আরও কাছে নাদাল ছবি: সংগৃহীত

চায়না ওপেনের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। আসরের ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন স্প্যানিশ আইকন।

শেষ চারে ইসনারের বিপক্ষে প্রথম সেটে ৬-৪ গেমে জিতে লিড নেন নাদাল। দ্বিতীয় সেটটি ছিল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্সে ৭-৬ (৭-০) গেমের স্কোরলাইন নিয়ে কোর্ট ছাড়েন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হবেন নাদাল। যিনি নাদালের স্বদেশী রবার্তো বাতিস্তা অগাটকে ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-২ গেমে হারিয়ে সেমির ‍বাধা পার করেন।

গত মাসে ইউএস ওপেন জেতার পর এটাই নাদালের প্রথম টুর্নামেন্ট। এই ইভেন্টে ২০০৫ সালে একমাত্র শিরোপা জিতেছিলেন ৩১ বছর বয়সী এ টেনিস সেনসেশন। এরপর আরও দু’বার (২০১৩ ও ২০১৫) ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি।

দু’বারই নোভাক জোকোভিচের কাছে হার মানেন। ফিটনেস সমস্যার কারণে এবার নেই সার্বিয়ান সুপারস্টার। ইনজুরির কারনে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। অংশ নেননি রজার ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ