ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

ফাইনালে বাংলাদেশের ফরিদুর রেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ফাইনালে বাংলাদেশের ফরিদুর রেজা ছবি: সংগৃহীত

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় চলছে দশম বিকেএসপি এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬।

ঢাকা: এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় চলছে দশম বিকেএসপি এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬।

প্রতিযোগিতার বালক এককের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের ফরিদুর রেজা স্বদেশী মোহাম্মদ জুয়েল রানাকে ৬-৪, ৬-১ সেটে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।

অপরদিকে সিঙ্গাপুরের লিম বাংলাদেশের মো: জাহিদকে ৭-৫, ৩-৬ ও ৭-৫ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। জাহিদ তীব্র প্রতিরোধ গড়ে তুলেও পরাজিত হন।

অপরদিকে বালিকা এককে কোরিয়ার ইয়াং রাইউ স্বদেশী জিয়ং কে ৬-৩, ৭-৫ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ