ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচ ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ফাইনালই নির্ধারণ করবে বছর শেষের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশন। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে (২০ নভেম্বর) মুখোমুখি হচ্ছেন টেনিসের দুই মহাতারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ।

ঢাকা: ঐতিহাসিক ফাইনালই নির্ধারণ করবে বছর শেষের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশন। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে (২০ নভেম্বর) মুখোমুখি হচ্ছেন টেনিসের দুই মহাতারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ।

চলতি মাসেই জোকোভিচকে হটিয়ে প্রথমবারের মতো বিশ্বসেরার অাসনে বসেন মারে। র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে ব্রিটিশ সেনসেশনের জয়ের বিকল্প নেই। অন্যদিকে, হারানো অবস্থান পুররুদ্ধারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচও একই সমীকরণের সামনে দাঁড়িয়ে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে পিছিয়ে থেকেও কষ্টার্জিত জয় তুলে নেন মারে। পা রাখেন স্বপ্নের ফাইনালে। ক্যারিয়ারে এবারই প্রথম তিনি মৌসুম শেষের এই ইভেন্টের ফাইনালে উঠলেন। শেষ দু’টি সেটই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। পুরো ম্যাচের ব্যাপ্তি তিন ঘণ্টা ৩৮ মিনিট।

প্রথম সেট ৭-৫ গেমে জিতে লিড নেন কানাডিয়ান তারকা মিলোস রাওনিক। দ্বিতীয় সেটে ৭-৬ (৭-৫) গেমের জয়ে ঘুরে দাঁড়ান রিও অলিম্পিক হিরো। তৃতীয় সেটে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ৭-৬ (১১-৯) গেমের ফলাফলে একরাশ স্বস্তি নিয়েই কোর্ট ছাড়েন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। এ নিয়ে ক্যারিয়ার সেরা টানা ২৩ ম্যাচে জয়ের ধারায় মারে।

অপর সেমিতে কেই নিশিকোরি স্রেফ উড়িয়ে দেন সার্বিয়ান আইকন জোকোভিচ। ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর সামনে দাঁড়াতে পারেননি জাপানিজ তারকা। ৬-১, ৬-১ গেমের দাপুটে জয়ে বুঝিয়ে দেন র‌্যাংকিংয়ের কর্তৃত্ব ফিরে পেতে তিনি কতটা মরিয়া! গত চার আসরের চ্যাম্পিয়ন জোকোভিচের সামনে রেকর্ড ষষ্ঠ শিরোপার হাতছানি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ