ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

জোকোভিচকে হটিয়ে ‘নাম্বার ওয়ান’ মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জোকোভিচকে হটিয়ে ‘নাম্বার ওয়ান’ মারে অ্যান্ডি মারে-ছবি:সংগৃহীত

ঢাকা: নোভাক জোকোভিচকে হটিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন অ্যান্ডি মারে। পুরুষ টেনিসে সেরা হতে হলে মারেকে চলমান প্যারিস মাস্টার্সের ফাইনালে যেতে হতো।

তবে শেষ চারের ম্যাচে মিলোস রাওনিক ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে ফাইনালে পৌঁছে যান ব্রিটিশ এ তারকা।

আধুনিক টেনিসে গত ৪৩ বছরের মধ্যে এ নিয়ে ২৬তম খেলোয়াড় হিসেবে ‘নাম্বার ওয়ানে’র তমকা গায়ে মাখলেন মারে। এর আগে প্রায় দুই বছরের মতো শীর্ষে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচ কোয়ার্টার ফাইনালে হেরে আসর থেকে বিদায় নেন।

এদিকে প্রথম কোনো ব্রিটিশ তারকা হিসেবেও টেনিস পুরুষের শীর্ষে জায়গা করে নিলেন তিনটি গ্র্যান্ড স্লামের মালিক মারে। চলতি বছরের মে থেকে মারের রেকর্ড ছিল ৫৯ ম্যাচে জয়ের বিপরীতে মাত্র পাঁচটিতে হার।

প্যারিস মাস্টার্সের ফাইনালে মারে লড়বেন যুক্তরাষ্ট্রের জন ইজনারের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ