ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

সাংহাই মাস্টার্সের শিরোপাও মারের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
সাংহাই মাস্টার্সের শিরোপাও মারের হাতে ছবি: সংগৃহীত

ঢাকা: নোভাক জোকোভিচের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান পজিশনে বসতে আরো এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি মারে। এক সপ্তাহের ব্যবধানে চীনে দু’টি শিরোপা জিতলেন ব্রিটিশ সেনসেশন।

চায়না ওপেনের পর সাংহাই রোলেক্স মাস্টার্সের ট্রফিও উঠলো মারের হাতে।

এ নিয়ে বছরের ষষ্ঠ ও এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরের পঞ্চম শিরোপা জিতেছেন অলিম্পিক হিরো মারে। ২০১৬ সালের ১০তম ফাইনালে সরাসরি সেটের জয় নিয়েই কোর্ট ছাড়েন ব্রিটিশ নাম্বার ওয়ান। এটি তার ১৩তম মাস্টার্স টাইটেল এবং সব মিলিয়ে ৪১তম ক্যারিয়ার টাইটেল। সার্বিয়ান তারকা জোকোভিচের চেয়ে এখন ৯১৫ পয়েন্ট পিছিয়ে মারে।

সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়ে আসা স্প্যানিশ বাতিস্তা অগাট প্রথম সেটে মারেকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

৭-৬ (৭-১) গেমের কষ্টার্জিত জয়ের পরই যেন টনক নড়ে মারের। দ্বিতীয় সেটে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের ১৯ নম্বরে থাকা রবার্তোকে স্রেফ উড়িয়ে দেন দ্বিতীয় বিশ্বসেরা। ৬-১ গেমের দাপুটে জয়ে শিরোপা উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী এ টেনিস আইকন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআরএম

আরও পড়ুন...
* চায়না ওপেন জিতে জোকোভিচের আরো কাছে মারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ