ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

হেরে বিদায় নিলেন নাদাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
হেরে বিদায় নিলেন নাদাল ছবি:সংগৃহীত

ঢাক: সময়টা খুবই খারাপ কাটছে রাফায়েল নাদালের। স্প্যানিশ তারকা এ বার ছিটকে গেলেন সাংহাই মাস্টার্স থেকে।

সার্বিয়ার ভিক্টর ট্রয়িস্কির কাছে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন তিনি। বিশ্বের শীর্ষ পঞ্চম বাছাই নাদাল হারেন ৩-৬, ৬-৭ (৩-৭) গেমে।

গত সপ্তাহেও চীন ওপেনের কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের কাছে হেরে গিয়েছিলেন নাদাল। সেই খারাপ ফর্মের জের এ বারও কাটাতে পারলেন না তিনি। এ বার বিশ্বের ৩১ নম্বরের কাছে প্রায় দেড় ঘণ্টার লড়াইও জিততে ব্যর্থ ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

২০১৪ সালে সর্বশেষ কোনো গ্র্যান্ডস্লামের শিরোপা হিসেবে ফ্রেঞ্চ জিতেছিলেন নাদাল। এর পর থেকে ফর্মহীনতা ও ইনজুরিতে পেয়ে বসে তাকে। ফলে বড় কোনো শিরোপা অঅর জেতা হয়নি তার। সর্বশেষ রিও অলিম্পিকেও ছিটকে যেতে হয়েছিল এ তারকার।

 বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ