ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

চায়না ওপেনের হতাশা কাটিয়ে হংকংয়ে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
চায়না ওপেনের হতাশা কাটিয়ে হংকংয়ে ভেনাস ছবি: সংগৃহীত

ঢাকা: সময়টা ভালো যাচ্ছে না ভেনাস উইলিয়ামসের। সম্প্রতি চীনে অনুষ্ঠিত উহান ওপেনের তৃতীয় রাউন্ড ও চায়না ওপেনের প্রথম রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় ডোবেন।

এবার সাবেক বিশ্বসেরার সামনে হংকং ওপেনের চ্যালেঞ্জ।

শুরুটা দুর্দান্তই হয়েছে ৩৬ বছর বয়সী ভেনাসের।  র‌্যাংকিংয়ের ১১৭ নম্বরে থাকা জাপানিজ তরুণী রিসা ওজাকিকে সরাসরি সেটে হারিয়েছেন। প্রথম সেটে অবশ্য খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হয়। চারটি গেম জিতে নেন ২২ বছরের ওজাকি। শেষ পর্যন্ত ৬-৪ গেমে জিতে লিড নেন ভেনাস।

দ্বিতীয় সেটে ওজাকিকে দাঁড়াতেই দেননি মার্কিন টেনিস আইকন। ৬-১ গেমের দাপুটে জয়ে পা রাখেন দ্বিতীয় রাউন্ডে। পুরো ম্যাচের ব্যাপ্তি এক ঘণ্টা ১৩ মিনিট।

কোয়ার্টার ফাইনাল নির্ধারণীতে সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাসের প্রতিপক্ষ ফ্রেঞ্চ তরুণী অ্যালাইজ করনেট। যিনি ভেনাসের স্বদেশী ভারভারা লেপচেংকুকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ