ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

বরগুনায় চলছে ৭ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
বরগুনায় চলছে ৭ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণ

বরগুনা: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বরগুনায় চলছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী টেনিস প্রশিক্ষণ।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে জেলা টেনিস গ্রাউন্ডে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম।

তৃণমূল পর্যায় থেকে বাছাই করা ৬০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় তৈরির লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, বরগুনা টেনিস ক্লাবের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ