ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

নারী টেনিসে শীর্ষে কেরবার, দুইয়ে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
নারী টেনিসে শীর্ষে কেরবার, দুইয়ে সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: এইতো ক’দিন আগেও মহিলাদের টেনিস র‌্যাংকিংয়ে সেরেনা উইলিয়ামসের দীর্ঘ আধিপত্য অক্ষুন্নই ছিল। গত মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে হেরে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার অনন্য সুযোগটি হাতছাড়া করেছিলেন জার্মানির অ্যাাঞ্জেলিক কেরবার।

তবে, ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন শিরোপা জিতে এবার এক নম্বর জায়গাটি নিজের করে নিলেন কেরবার। নারী এককের ফাইনালে ক্যারোলিনা সকোভাকে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ঘরে তোলেন এ জার্মান সুন্দরী। চলতি বছরই অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম গ্র্যান্ডস্ল্যামের স্বাদ পান তিনি। এ জয়ের ফলে সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে নারী বাছাইয়ের শীর্ষ স্থান নিশ্চিত করেন কেরবার।

মূলত এ বছরই আলোতে আসেন কেরবার। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর উইম্বল্ডন ওপেনে ফাইনালে উঠেন। রিও অলিম্পিকেও ফাইনাল খেলেন তিনি। সবশেষ ইউএস ওপেন শিরোপা ঘরে তুললেন জার্মান তারকা।
সদ্য শেষ হওয়া ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে যান সেরেনা। ইউএস ওপেন শেষে কেরবারকে এক নম্বর হিসেবে নারী টেনিস তারকা হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হলো।

৮৭৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে কেরবার। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া সেরেনার পয়েন্ট ৭০৫০। আর ৫৮৩০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন ভেনেজুয়েলার গার্বিন মুগুরুজা।

মহিলাদের বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে চার নম্বরে আছেন পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কা (৫৮১৫), পাঁচ নম্বরে আছেন রোমানিয়ান সিমোনা হালেপ (৪৮০১)।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ