ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

৩৩তম গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
৩৩তম গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে সেরেনা সেরেনা-ছবি:সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেন নারী এককে নিজের আধিপত্য ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। সিমোনা হালেপকে হারিয়ে আসরের সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।

সেই সঙ্গে ৩৩তম গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে নিশ্চিত হয় তার। যেখানে টানা নয়টি আসরের শেষ চারে উঠলেন তিনি।

ফ্ল্যাশিং মিডোতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা করতে হয় শীর্ষ বাছাই সেরেনাকে। চলতি আসরে সিমোনার কাছেই একটি সেট হারেন তিনি। এদিন পুরো তিন সেট খেলেই জয় পান ঘরের মাঠের সেরেনা। জয় পান ৬-২, ৪-৬ ও ৬-৩ গেমে।

শেষ চারে ৩৪ বছর বয়সী এ তারকা লড়বেন ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে। যেখানে জিতলে শীর্ষ বাছাই হিসেবেই থাকবেন তিনি। এদিকে আসরের ফাইনালে যদি জিততে পারেন সেরেনা তবে দুর্দান্ত একটি রেকর্ড স্পর্শ করবেন। কিংবদন্তি স্টেফি গ্রাফের ১৮৬দিন শীর্ষে থাকার রেকর্ড ভাঙবেন ২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ