ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

সোঙ্গার ইনজুরি, শেষ চারে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
সোঙ্গার ইনজুরি, শেষ চারে জোকোভিচ সোঙ্গা ও জোকোভিচ-ছবি:সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেন টেনিসে এবার মাঠের খেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে হচ্ছে না শীর্ষ তারকা নোভাক জোকোভিচের। কারণ কোয়ার্টার ফাইনালে জো-উইলফ্রেড সোঙ্গা ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিলে সেমিফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

চলতি আসরে এ নিয়ে তিনবার এমন পরিস্থিতির মোকাবেলা করতে হলো তাকে।

পুরুষ এককের লড়াইয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ফ্ল্যাশিং মিডোতে খেলতে নামেন জোকোভিচ ও ফ্রেঞ্চ তারকা সোঙ্গা। তবে জোকোভিচ প্রথম দুই সেট ৬-৩ ও ৬-২ গেমে এগিয়ে থাকার পর হাঁটুর ইনজুরির কারণে সরে দাঁড়ান সোঙ্গা।

এবারের আসরে এ নিয়ে মাত্র ছয় ঘণ্টা ২৬ মিনিট মাঠে সময় পার করেই শেষ চার নিশ্চিত করলেন জোকোভিচ। এর আগে দ্বিতীয় রাউন্ডে জিরি ভেসলি ও তৃতীয় রাউন্ডে মিখাইল ইউজহনি জোকোভিচের সঙ্গে খেলার সময় ম্যাচ থেকে ইনজুরির কারণে তারা সরে দাঁড়িয়েছিলেন।    

শেষ আটের লড়াইয়ে জয়ের ফলে ইউএস ওপেনে টানা দশম সেমিফাইনাল খেলবেন জোকোভিচ। শুক্রবার আরেক ফ্রেঞ্চ তারকা গায়েল মনফিলসের বিপক্ষে নামবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ