ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

শেষ ষোলোতেই নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
শেষ ষোলোতেই নাদালের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধারে রাফায়েল নাদালের দৌড় শেষ ষোলোতেই থেমে গেল! চতুর্থ রাউন্ডে ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলির বিপক্ষে পাঁচ সেটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এই ইভেন্টে দু’বারের চ্যাম্পিয়ন নাদালকে হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ই যেন পেয়ে যান র‌্যাংকিংয়ের ২৫ নম্বরে থাকা লুকাস।

জয় নিশ্চিত হতেই বাঁধভাঙা উল্লাসে মাতেন ২২ বছর বয়সী এ উদীয়মান টেনিস খেলোয়াড়। চার ঘণ্টার ঘাম ঝরানো ম্যাচটিতে প্রথম চার সেটে ২-২ সমতার পর পঞ্চম সেটটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

২০০৪ সালের পর এ প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন নাদাল। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম সেটেই ৬-১ গেমের উড়ন্ত জয়ে অঘটনের বার্তাটা আগেভাগেই দিয়ে রাখেন লুকাস!

দ্বিতীয় সেটেই অবশ্য ৬-২ গেমের দাপুটে জয়ে স্বরূপে ফেরেন স্প্যানিশ তারকা। কিন্তু পরেরটি (৪-৬) আবারো হেরে বসেন। চতুর্থ সেটটি ৬-৩ গেমে জিতে ভক্তদের স্বস্তি এনে দেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কিন্তু শেষ রক্ষা আর হলো না। পঞ্চম ও শেষ সেটে ৭-৬ (৮-৬) গেমের অবিস্মরণীয় জয়ে নাদালকে হতাশায় ডুবিয়ে উইম্বলডনের পর ইউএস ওপেনের শেষ আটে পা রাখেন লুকাস। সেমি নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ স্বদেশী গায়েল মনফ্লিস।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ