ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

স্বপ্ন ভঙ্গ নাদালের, ফাইনালে মারে-দেল পোত্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
স্বপ্ন ভঙ্গ নাদালের, ফাইনালে মারে-দেল পোত্রো

ঢাকা: একদিন আগেই ছেলেদের ডাবলসে স্বদেশি মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে জিতেছিলেন স্বর্ণ। তবে এককে জেতা হলো না।

হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হলো রাফায়েল নাদালের। ফাইনালে লড়বেন আর্জেন্টাইন দেল পোত্রো ও ২০১২ লন্ডন অলিম্পিক জয়ী অ্যান্ডি মারে।

সেমিফাইনালের লড়াইটা বেশ জমেছিল। তবে তিন ঘণ্টার বেশি এই ম্যাচে শেষ পর্যন্ত ৫-৭, ৬-৪ ও ৭-৬ (৭-৫) সেটে হেরে যান ২০০৮ বেইজিং অলিম্পিক জয়ী নাদাল। আর সেই সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন পুরুষ এককের ১৪১ নম্বরে থাকা দেল পোত্রো। যদিও ইনজুরির কারণে দীর্ঘ সময় পর এই আসরে কোর্টে ফিরেছেন ২০০৯ ইউএস ওপেন জয়ী দেল পোত্রো।

এদিকে অন্য সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৬-১, ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন ব্রিটিশ টেনিস তারকা মারে। এবার স্বর্ণ জিতলে অলিম্পিক টেনিসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এককের সোনা ধরে রাখবেন মারে। এর আগে কোনো খেলোয়াড় এমন কীর্তি গড়তে পারেননি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ