ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

রিওতে আবারো অঘটনের শিকার সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রিওতে আবারো অঘটনের শিকার সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে আবারো অঘটন! নোভাক জোকোভিচ, ভেনাস উইলিয়ামসের পর বিদায় নিয়েছেন ২০১২ লন্ডন অলিম্পিক গোল্ড জয়ী সেরেনা উইলিয়ামস। এর আগে তার বড় বোড় বোন ভেনাস আর পুরুষ এককে নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডেই ছিটকে যান।

তৃতীয় রাউন্ডে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনাকে সরাসরি সেট ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে বাঁধভাঙা উল্লাসে মাতেন ইলিনা ভিতোলিনা। এরই সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন র‌্যাংকিংয়ে ২০ নম্বরে থাকা এ ইউক্রেন তরুণী।

অপর ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছেন চেক তারকা পেত্রা কেভিতোভা। রাশিয়ার মাকারোভার কাছে প্রথম সেটটি ৪-৬ গেমে হারলেও পরের দুই সেট সমান ৬-৪ গেমে জিতে নেন। সেমিতে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ সেরেনাকে দুঃস্বপ্ন উপহার দেওয়া ২১ বছর বয়সী ভিতোলিনা।

এবারের অলিম্পিকটা সেরেনার জন্য দুর্দশাময় বললেও ভুল হবে না। নারী দ্বৈতে যুক্তরাষ্ট্রকে তিনবার গোল্ড মেডেল এনে দেওয়া সেরেনা-ভেনাস জুটি প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার লজ্জায় ডোবেন।

রিওতে অঘটন যেন চলছেই। পুরুষ এককে হতাশার রেশ কাটতে না কাটতেই ডাবলসেও দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েন সার্বিয়ান আইকন জোকোভিচ। অন্যদিকে, ব্রিটেনের মারে ভাইয়েরা (অ্যান্ডি মারে ও জ্যামি মারে) প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ