ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা ছবি:সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডের খেলায় টেনিস বিশ্বের শীর্ষ এ তারকা সহজেই হারান ‍আলজাজ বেদেনেকে।

অন্যদিকে নারী এককের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস ক্রিস্টিনা ম্লাদেনোভিকের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোল নিশ্চিত করেছেন।

 

পুরুষ এককের খেলায় সার্বিয়ান তারকা জোকোভিচ ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হারান বৃটিশ বেদেনেকে। আর এ জয়ের ফলে শেষ ষোল নিশ্চিত হলো তার। সেই সঙ্গে এখন পর্যন্ত অধরা ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন ১১টি গ্র্যান্ডস্লামের মালিক। এর আগে তিনি আসরটির ২০১২, ২০১৪ ও ২০১৫ সালে ফাইনালে রানারআপ হয়েছিলেন।

 

এদিকে রোলা গ্যাঁরোতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেতে ঘাম ঝড়াতে হয়ে যুক্তরাষ্ট্রের তারকা সেরেনাকে। তিনি ম্লাদেনোভিকের বিপক্ষে ৬-৪ ও ৭-৬ গেমে জয় লাভ করেন। পরের রাউন্ডে তিনি ১৮তম বাছাই ইলিনা সোভিতোলিনার বিপক্ষে লড়বেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এমএমএস

**নাদালের ফ্রেঞ্চ ওপেন শেষ

**‘স্বরূপে’ ফিরলেন মারে

** ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা
**পাঁচ সেটের রোমাঞ্চকর জয়ে লজ্জা এড়ালেন মারে
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ