ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

মারে-সেরেনার ইতালিয়ান ওপেন জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মারে-সেরেনার ইতালিয়ান ওপেন জয় সেরেনা উইলিয়ামস ও অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ঢাকা: জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন অ্যান্ডি মারে। ১৫ মে ২৯-এ পা রাখা ব্রিটিশ টেনিস সেনসেশন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন।

 অন্যদিকে, নারী এককের ফাইনাল জিতে ২০১৬ সালের প্রথম শিরোপার স্বাদ নেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস।

রোমের ফোরো ইতালিকোতে ‘ফেভারিট’ জোকোভিচকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন মারে। পুরো ম্যাচের ব্যাপ্তি ছিল ১ ঘণ্টা ৩৫ মিনিট। শিরোপা হাতছাড়া করে ক্যারিয়ারে অধরা ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিতে বড় এক ‍ধাক্কাই খেলেন সার্বিয়ান টেনিস আইকন।

চতুর্থবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জেতার দৌড়ে প্রথম সেট জিততে সেরেনার রীতিমতো ঘাম ছুটে যায়! স্বদেশী তরুণী ম্যাডিসন কিইসের বিপক্ষে ৬-৬ গেমে সমতার পর টাইব্রেকারে ৭-৫ (৭-৬) ব্যবধানে জয় আসে। ১৯৭০ সালের পর এ প্রথম ইতালিয়ান ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের দু’জন খেলোয়াড় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দ্বিতীয় সেটে অবশ্য ২১ বছর বয়সী ম্যাডিসনকে আর সুযোগ দেননি সেরেনা। ৬-৩ গেমের সহজ জয়ে বছরের প্রথম শিরোপা উদযাপনের মাতেন মার্কিন টেনিস কন্যা। ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ২৪ মিনিট।

ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) গ্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতির মিশনটা ভালোভাবেই সেরে নিলেন সেরেনা। আগামী ২২ মে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের ১১৫তম আসরে পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ