ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

ইতালিয়ান ওপেনের কোয়ার্টারে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ইতালিয়ান ওপেনের কোয়ার্টারে সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: কোর্টে নামার কয়েক ঘণ্টা আগে পেট খারাপ হওয়ার জোগাড়! নিজের পোষা কুকুরের চিপসের স্বাদ নেওয়ার ফলটা একদমই যে ভালো ঠেকেনি! অবশ্য নির্ধারিত সময়ের আগেই সেরে ওঠে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন সেরেনা উইলিয়ামস। নিশ্চিত করেন ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল।

তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়াটা সেরেনার খেলায় ভালোই প্রভাবই ফেলে। রোমে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের প্রথম সেট জিততে ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের রীতিমতো ঘাম ছুটে যায়। স্বদেশী তরুণী ক্রিস্টিনা ম্যাকহেলের কাছে প্রায়ই হেরেই যাচ্ছিলেন। ৬-৬ গেমে সমতা থাকার পর টাইব্রেকারের (৯-৭) কষ্টার্জিত জয়ে প্রথম সেটের বাধা পার করেন।

দ্বিতীয় সেটেই চিরচেনা ‘অগ্নিমূর্তি’ ধারণ করেন সেরেনা। ২৪ বছর বয়সী ম্যাকহেলকে ৬-১ গেমে উড়িয়ে দিয়েই শেষ আটে পা রাখেন মার্কিন টেনিস তারকা।

গ্র্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনের (২২ মে শুরু) প্রস্তুতির জন্য ইতালিয়ান ওপেনকে আদর্শ হিসেবে নিচ্ছেন সেরেনা। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ বিশ্বের সাবেক দুই নাম্বার তারকা রাশিয়ান সভেৎলেনা কুজনেৎসোভা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ