ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে নাদাল ছবি:সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ওপেনের দুর্দান্ত দাপট দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। শেষ আটের লড়াইয়ে সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা হারান ফ্যাবিও ফোগিনিকে।

আসরটির গতবারে এই ইতালিয়ানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন নাদাল।

কোয়ার্টার ফাইনালে নাদাল ৬-২ ও ৭-৬ (১) সেটে হারান ফোগিনিকে। শেষ চারে স্প্যানিশ তারকা লড়বেন ১০ম বাছাই ফিলিপ কোলেস্চেরবারের বিপক্ষে।

এবারের আসরে নাদাল নবম শিরোপার জন্য লড়ছেন। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেই নিশিকোরি ইউক্রেনের অ্যালেক্সন্ডার দোলগোপোলোভকে ৭-৫ ও ৬-০ সেটে হারান। শনিবার এ জামানি দ্বিতীয় সেমিফাইনালে বেনোইত পেইরের বিপক্ষে লড়বেন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ