ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে শেষ ফেদেরার দৌড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
কোয়ার্টারে শেষ ফেদেরার দৌড় সংগৃহীত

ঢাকা: মন্টে কার্লো ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন রজার ফেদেরার। জো-উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে প্রথম সেট জিতলেও পরের দুই সেট হারলে আসর শেষ হয় সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকার।

কোয়ার্টারের লড়াইয়ে সোঙ্গার কাছে ৩-৬, ৬-২ ও ৭-৫ গেমে হারেন সুইস তারকা ফেদেরার। এ নিয়ে ক্যারিয়ারের ছয়টি ম্যাচে ফেদেরাররকে হারালেন ফ্রেঞ্চ তারকা সোঙ্গা।

এবারের আসরে এখন পর্যন্ত বেশ কয়েকটি অঘটন হয়েছে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও স্তানিস্লাস ওয়ারিঙ্কা। তবে নিজের নবম শিরোপার সামনে ভালোই এগিয়ে যাচ্ছেন স্প্যনিশ তারকা রাফায়েল নাদাল।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ