ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

ফেনীতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু একাডেমি কাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
ফেনীতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু একাডেমি কাপ

ফেনী: ফেনীতে বঙ্গবন্ধু একাডেমি কাপ অনুর্ধ্ব-১২ ও ১৮ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন।

এসময় জানানো হয়, ২৩ ডিসেম্বর বুধবার বিকেল ২-৩০ টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। সভাপতিত্ব করবেন ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন।

এতে অনুর্ধ্ব-১২ ও ১৮ দলে ফেনী জেলার ১৬টি ফুটবল একাডেমি দল অংশ গ্রহণ করবে।

ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, টূর্নামেন্ট কমিটির সমন্বয়ক তৌহিদুল ইসলাম তুহিন।

সংবাদ সম্মেলনে ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।