ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

বরিশালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
বরিশালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বরিশাল: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এ স্লোগানে বরিশালে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।

অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।  

জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

ছাত্র-ছাত্রীদের খেলার মধ্যে রয়েছে ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দড়ি লাফ।

আগামী ৫ জানুয়ারি একই স্থানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।