ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আঞ্জুমান আফরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, নুসরাত লায়লা নীরা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাত।

কাবাডি খেলায় ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২৭/১৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়া আলিয়া মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিকেল ৩টায় প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।