ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

রাণীশংকৈলে শেষ হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
রাণীশংকৈলে শেষ হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

ঠাকুরগাঁও: ‘খেলাধুলার মাধ্যমে সুস্থ-সমৃদ্ধ হোক যুব সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এমপি আলী আকবর ক্রীড়া একাডেমির আয়োজনে সমাপনী অনুষ্ঠান হয়।

এতে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান, রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল ইসলাম, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

পরে অতিথিরা মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়ারদের হাতে সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।