ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

মুম্বাইয়ে ভালো অবস্থানে ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
মুম্বাইয়ে ভালো অবস্থানে ফাহাদ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৩ বছর) একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের পোলাখারে আরিয়ানের সাথে ড্র করেন।

ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান/ছবি: সংগৃহীতঅপরদিকে একই শহরে অনুষ্ঠানরত আইআইএলএফ দ্বিতীয় মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার (ওপেন) ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ফাহাদ ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন।

পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের নিলিখ দিক্ষিতের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।