ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

মুম্বাইয়ে ফাহাদের ভালো শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
মুম্বাইয়ে ফাহাদের ভালো শুরু ফিদে মাস্টার ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের মুম্বাইয়ে আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৩ বছর) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ ফাহাদ রহমান।

ঢাকা: ভারতের মুম্বাইয়ে আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৩ বছর) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ ফাহাদ রহমান।

ফিদে মাস্টার ফাহাদ রহমান দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুটি খেলাতেই জয়ী হয়ে পূর্ণ ২ পয়েন্ট অর্জন করেছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের ভিসওয়া ভাসনাওয়ালাকে পরাজিত করেন। এর আগে গতকাল অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলাতে ভারতের সারানিয়া বিনায়েক আদেনকে পরাজিত করেন তিনি।

৫টি দেশের অনূর্ধ্ব-১৩ বছর বয়সী ১৮৬জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন। ফাহাদ এ ইভেন্টের ২নং সিডেড খেলোয়াড়।

এদিকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে অনুষ্ঠিত শারজাহ কাপ আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপ সেভেন ফর ওম্যান এ ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ১৬তম হয়েছেন।

নবম বা শেষ রাউন্ডের খেলায় লিজা সংযুক্ত আরব আমিরাতের আল হামাদি ফাতিমা হুসেনকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।