ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

রেটিং দাবার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে তিন দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
রেটিং দাবার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে তিন দাবাড়ু দাবা টুর্নামেন্টের প্রতীকী ছবি

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন তিন দাবাড়ু।

ঢাকা: উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন তিন দাবাড়ু।

এডুকেশন গার্ডেন স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকায় অনুষ্ঠানরত বিজয় দিবস আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত তৃতীয়  রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়ী হয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে।

শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোঃ সাগর, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নয়ন কুমার মোহান্ত এবং মোঃ সিরাজুল কবীর।

২.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের কাজী জামাল এবং মুকিতুল ইসলাম রিপন।

তৃতীয় রাউন্ডের খেলায় মোঃ সাগর আব্দুল মনিনকে, নয়ন কুমার মোহান্ত মোঃ আনিছুজ্জামান মল্লিককে, মোঃ সিরাজুল কবির উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মনিরুজ্জামান মনিকে, কাজী জামাল হানিফ মোল্লাকে এবং মুকিতুল ইসলাম রিপন মোল্লা মহিউদ্দিনকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।