ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
শুরু হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট

আর্মি গলফ ক্লাব ঢাকায় শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘দ্বিতীয় ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’।

ঢাকা: আর্মি গলফ ক্লাব ঢাকায় শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘দ্বিতীয় ইউএস-বাংলা এয়ারলাইন্স নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’। ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টে সাত শতাধিক প্রফেশনাল ও এ্যামেচার গলফার অংশ নেবেন।

দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো নিউইয়ার কাপ গলফ টুর্নামেন্টের আয়োজন করেছে।

আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ২৪ ডিসেম্বর (শনিবার) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ‍টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
 
আগামী ৩১ ডিসেম্বর আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।