ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

কাতারে মাবিয়া-রেশমার স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
কাতারে মাবিয়া-রেশমার স্বর্ণ জয়

আন্তর্জাতিক অঙ্গনে ভারোত্তোলনে আবারও দেশকে স্বর্ণ জয়ের গৌরব এনে দিলেন লাল-সবুজের প্রমীলা ভারোত্তোলক মাবিয়া আক্তার।

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে ভারোত্তোলনে আবারও দেশকে স্বর্ণ জয়ের গৌরব এনে দিলেন লাল-সবুজের প্রমীলা ভারোত্তোলক মাবিয়া আক্তার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) কাতার ইন্টারন্যাশনাল কাপে ৬৩ কেজি ওজনে তিনি এই সোনালী ইতিহাস রচনা করেন।


 
শুধু মাবিয়াই নন এদিন ৫৩ কেজি ওজন শ্রেণিতে দেশের হয়ে স্বর্ণ জিতেছেন জহুরা আক্তার রেশমাও।
 
মাবিয়ার অবশ্য এবছর এটি দ্বিতীয় স্বর্ণ। কেননা বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে স্বর্ণ জয়ের গৌরব এনে দিয়েছিলেন তিনি। এবার বিজয় দিবসে স্বর্ণ জিতলেন কাতারে।
 
ওয়াইল্ড কার্ডে এবছর রিও অলিম্পিকে সুযোগ পেয়ে দেশকে ভালো কোনো খবর এনে দিতে পারেন নি মাবিয়া। তবে ২০১৫ সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ৬৩ কেজি ওজনে রৌপ্য জিতেছিলেন তিনি।
 
গেল ১৪ ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো কাতার ভারোত্তোলন ফেডারেশন আয়োজন করেছে ‘কাতার ইন্টারন্যাশনাল কাপ’।
 
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৬
এইচএল/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।