ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

ভোলায় ডার্ট প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
ভোলায় ডার্ট প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা আনসার ও ভিডিপ কার্যালয়ের 'টাইগার্স' গেইট ও ডার্ট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

ভোলা: মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা আনসার ও ভিডিপ কার্যালয়ের 'টাইগার্স' গেইট ও ডার্ট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় জেলা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, প্রবীণ সাংবাদিক এমএ বারী প্রমুখ।

জেলা আনসার ভিডিপির প্রবেশ দ্বারে মনোমুগ্ধ দৃস্টিনন্দন টাইগার্স গেইট উদ্বোধন শেষে প্রধান অতিথি ডার্ট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

ব্যতিক্রমী ডার্ট প্রতিযোগিতায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।