ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

খেলা

ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইএইচএফ ট্রফি হ্যান্ডবলের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারলো না স্বাগতিক বাংলাদেশের যুবারা। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও ভারত বাধা পার হতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

আইএইচএফ ট্রফির ফাইনালে ৪৬-২৫ গোলে হেরেছে স্বাগতিকরা।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ প্রথমার্ধে ২০-১০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকে। বিরতির পর বাংলাদেশের জালে আরও ২৬বার বল জড়ায়। পক্ষান্তরে, ভারতের জালে ১৫বার বল জড়িয়ে দেয় বাংলাদেশ।

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করেন সোহেল। এছাড়া মোহাম্মদ শাকির ৫টি, লুসাই ৪টি, রবিউল আওয়াল ৩টি গোল করেন।

আঞ্চলিক এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে পরের পর্ব অনুষ্ঠিত হবে। রানার্সআপ হওয়ায় পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের যুবারা।  

এর আগে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকেও সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নেয় শাকির-সোহেল রানা-মেহেদীরা। সেমিতে বাংলাদেশ ৩৫-৩০ গোলে হারায় পাকিস্তানকে। ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৬-১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।