ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

খেলা

বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দাবা প্রশিক্ষণ কর্মসূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বরিশালে অনুষ্ঠিত হচ্ছে দাবা প্রশিক্ষণ কর্মসূচি

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল অঞ্চলের তৃণমূল পর্যায়ের দাবা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
 
গত ১৬ আগস্ট বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম ভবনে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নূরুল আলম নূরু এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

২১ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
 
বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা ও বরগুনা  হতে ২৬জন অনূর্ধ্ব-১৬ বছর বয়সী বালক ও বালিকা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। জাতীয় খেলোয়াড় ফিদে মাস্টার দৈবরাজ চ্যাটার্জী ও প্রাক্তন জাতীয় খেলোয়াড় শফিক আহমেদ প্রশিক্ষণ দিচ্ছেন।
 
এদিকে, ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের একাদশ রাউন্ডের খেলা শেষে চেসকিউয়ের অভিক সরকার ১২ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। অনুষ্ঠিত দ্বাদশ রাউন্ডের খেলায় অভিক ইংল্যান্ডের প্যালুচা সাইমনকে পরাজিত করেন।
 
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।