ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

খেলা

ফিদে রেটিং দাবায় এককভাবে শীর্ষে মোহন্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ফিদে রেটিং দাবায় এককভাবে শীর্ষে মোহন্ত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহনগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে মীর চেস ক্লাবের নয়ন কুমার মোহন্ত পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

 

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ফায়ার সার্ভিসের মোঃ মাসুম হোসেন ও  সোনালী ব্যাংকের দেওয়ান শহিদুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন।

অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডে খেলায় নয়ন আনিসুজ্জামান জুয়েলকে, মাসুম গিয়াসউদ্দিন মিঠুকে শহিদুল নিলয় দেবনাথকে পরাজিত করেন।

এদিকে, ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠানরত বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ অনূর্ধ্ব-২০ এর ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন চেস কিউয়ের অভিক সরকার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় চিলির স্কুয়েলা লেভিন কার্লোস ফেলিপির কাছে হেরে গেছেন।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।