ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোর কঠিন সমীকরণের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
অ্যাতলেতিকোর কঠিন সমীকরণের ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: জিতলে লা লিগার বর্তমান টেবিলে সর্বোচ্চ পয়েন্ট। হারলে ২৪ ঘণ্টার জন্য তাকিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদের দিকে (পরের দিন মাঠে নামবে রিয়াল)।

খেলতে নামার আগে যদি শোনা যায় বার্সেলোনা এসপানিওলের বিপক্ষে হেরেছে তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। এমন সব সমীকরণ নিয়ে রাতে মাঠে নামছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।

বার্সার থেকে এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকো কাতালানদের সমান পয়েন্ট নিয়ে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে। সিমিওন শিষ্যরা নিজেদের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে নামবে রাত দেড়টায়।

১৬ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৩৮। আর এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকোর পয়েন্টও তাই। টেবিলের তিনে থাকা রিয়াল ১৭ ম্যাচে সংগ্রহ করেছে ৩৬ পয়েন্ট।

অ্যাতলেতিকো গত বছরের শেষ ম্যাচে কষ্টার্জিত জয় তুলে নেয় রায়ো ভায়েকানোর বিপক্ষে। আর্জেন্টাইন অনূর্ধ্ব-২০ দলের উঠতি তারকা অ্যাঞ্জেল কোরেয়া আর ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে ২-০ তে জয় পায় সিমিওনের ছাত্ররা। নতুন বছরের শুরুটা জয় দিয়েই করতে চায় রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা।

নিজেদের মাঠে ফেভারিট অ্যাতলেতিকো। লেভান্তের বিপক্ষে স্বাগতিক হয়ে দশ ম্যাচের নয়টিতেই জিতেছে রোজি ব্লাংকোসরা। ২০০৫ সালে বাকি ম্যাচটিতে লেভান্তে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল। মুখোমখি দেখায় সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই জিতেছে অ্যাতলেতিকো, বাকি দুটি ম্যাচের একটিতে জয় পায় লেভান্তে আর অপর ম্যাচটি ড্র করে। নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় রয়েছে অ্যাতলেতিকোর। বাজে সময়ে রয়েছে লেভান্তে। সবশেষ ৫ ম্যাচের কোনোটিতেই জয় নেই তাদের। হেরেছে চারটি ম্যাচেই।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।